মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বেরোবি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত, মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাস সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খাবার পরিবেশন  ডাকসু ভিপি পদে চমক দেখাতে পারেন তাহমিনা আক্তার বেরোবির সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের নেতৃত্বে আইভি – মেহেদী রংপুরে গ্রেফতার বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নাহিদ ১৫০০ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী(ﷺ)বিশ্বের সর্ববৃহত জশনে জুলুছ অনুষ্ঠিত চট্টগ্রামে বেরোবিতে মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা নিজ গ্রামে সংবর্ধিত হলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রুবেল পটিয়া জিরি ইউনিয়নের কৈয়গ্রামের নোয়াপাড়ায় এক বৃদ্ধকে মারধর করে গুরুত্বর জখম সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনে পি.ইউ.ও. বিদায় ও ক্যাডেট সার্জেন্ট ইনচার্জের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

১৫০০ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী(ﷺ)বিশ্বের সর্ববৃহত জশনে জুলুছ অনুষ্ঠিত চট্টগ্রামে

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৮ বার পঠিত
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম: চট্টগ্রামে লাখো আশেকে রাসূলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ৫৪তম জশনে জুলুস। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে সূচনা হয় এ ঐতিহাসিক জুলুসের।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত জশনে জুলুসে নেতৃত্ব দেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.)। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.), সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (ম.জি.আ.) এবং সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।

ঐতিহ্যবাহী এ জুলুস ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেইট ও জিইসি এলাকায় অতিক্রম করলে পুরো নগরীতে সৃষ্টি হয় জনসমুদ্র। হামদ, নাত, দরুদ ও ইসলামী স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশ থেকেও বহু ধর্মপ্রাণ মানুষ জুলুসে যোগ দেন।এবারের আয়োজনে জাতীয় পতাকা ও আনজুমানের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা বহন, ড্রাম বাজানো, নারীর অংশগ্রহণ ও খাবার নিক্ষেপ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।

জুলুসের পথে ভক্তরা শরবত, পানি, রুটি, জিলাপি, খেজুর, কলা ও চকলেট বিতরণ করে অংশগ্রহণকারীদের আপ্যায়ন করেন। ষোলশহর এলাকায় অস্থায়ী দোকানে আতর, টুপি, তসবিহ, পাঞ্জাবি, ইসলামি বই, পতাকা, মাথার ফিতা ও খাবার বিক্রির মাধ্যমে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

জুলুস শেষে জামেয়া মাদরাসার মাঠে মাহফিল, জোহর নামাজ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল প্রথম চট্টগ্রামে জশনে জুলুসের সূচনা করেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের আধ্যাত্মিক সাধক আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রা.)। এরপর থেকে প্রতিবছর মহাসমারোহে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর