মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বেরোবি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত, মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাস সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খাবার পরিবেশন  ডাকসু ভিপি পদে চমক দেখাতে পারেন তাহমিনা আক্তার বেরোবির সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের নেতৃত্বে আইভি – মেহেদী রংপুরে গ্রেফতার বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নাহিদ ১৫০০ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী(ﷺ)বিশ্বের সর্ববৃহত জশনে জুলুছ অনুষ্ঠিত চট্টগ্রামে বেরোবিতে মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা নিজ গ্রামে সংবর্ধিত হলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রুবেল পটিয়া জিরি ইউনিয়নের কৈয়গ্রামের নোয়াপাড়ায় এক বৃদ্ধকে মারধর করে গুরুত্বর জখম সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনে পি.ইউ.ও. বিদায় ও ক্যাডেট সার্জেন্ট ইনচার্জের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খাবার পরিবেশন 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩২ বার পঠিত
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য একবেলার খাবারের আয়োজন করা হয়েছে। প্রতি মাসে নিয়মিতভাবে এ সংস্থা সেনবাগ উপজেলার ১টি করে মাদ্রাসায় এ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই অংশ হিসেবে শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার ১ নং ছাতারপাইয়া ইউনিয়নের কারী মোবারক করিম (র:) মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ এ আয়োজন করা হয়।

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন মহিনের সার্বিক সহযোগিতায় এবারের খাবার পরিবেশনের অর্থায়ন করেন সৌদি আরব প্রবাসী, উত্তর সাহাপুর গ্রামের আবদুল্লাহ আল নোমান।এ আয়োজনে মাদ্রাসার সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা একসাথে বসে আনন্দঘন পরিবেশে খাবার গ্রহণ করে। এসময় প্রবাসী কল্যাণ সংস্থার  পরিচালক,  সাংবাদিক নুর হোসেন সুমন, রফিকুল ইসলাম রবি, প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব গোলাম মাওলা বাবু, সমাজ সেবক আলমগীর হোসেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা ইমাম হোসেন, প্রবাসী কল্যান সংস্থার প্রবাসী সদস্য  শাহিদুল ইসলাম হেলাল ও মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যরা জানান, দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরা সবসময় চান সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাই তাদের জন্য নিয়মিত এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।মাদ্রাসার মুহতামিম এবং এলাকাবাসী  এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “প্রবাসীদের এ সহযোগিতা শিক্ষার্থীদের মনে আনন্দ যোগায় এবং তারা অনুপ্রাণিত হয়। আমরা আশা করি, সমাজের অন্যান্য সংগঠনও এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করবে।

উল্লেখ্য, “সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা” সেনবাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে নিয়মিতভাবে সহযোগিতা করে আসছে। তাদের উদ্যোগে ইতোমধ্যে এলাকার অনেক অসহায় মানুষ উপকৃত হয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর