রেজাউল মোস্তফা ,চট্টগ্রাম: পৃথিবী কখনো শূন্যস্থান পছন্দ করে না,নিত্য নতুনত্বের নেতৃত্বে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ১২ বি.এন.সি.সি. ব্যাটালিয়নের সি কোম্পানির ৯ নং প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার জনাব মোঃ আবু নাছির এর বিদায় এবং ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দীন আহমেদ।আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ১২ বি.এন.সি.সি. ব্যাটালিয়নের সি কোম্পানির ৯ নং প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার জনাব মোঃ আবু নাছির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজের বিএনসিসি ৭নং প্লাটুন কমান্ডার মোহাম্মদ সাঈদুজ্জামান পি.ইউ.ও. মোহাম্মদ সাঈদুজ্জামান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরকারি সিটি কলেজের বিএনসিসি ৮নং প্লাটুন কমান্ডার অন্তরা সাহা।
গার্ড অব অনার সম্পন্ন হয় নবাগত ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে।এরপর সবাই কলেজ অডিটোরিয়াম অবস্থান করে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সবার উদ্দেশ্য প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন বলেন,ক্যাডেট সংখ্যা বাড়াতে হবে এবং আরো সক্রিয় হতে হবে।পাশাপাশি বিএনসিসির প্রত্যেকটি উইং যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।প্রফেসর জসীম উদ্দীন আহমেদ বলেন,ক্যাডেটদের সেবামূলক কাজের পাশাপাশি বিভিন্ন দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ করানো উচিত।
ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ রায়হান বলেন,আমরা সবাই এক,কাজে ও দক্ষতার ওপর পদোন্নতি কেবল সময়ের যাত্রা,দিনশেষে আমরা এক বন্ধনে আবদ্ধ থাকতে পারলে সকল সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে।
বর্ষসেরা ক্যাডেট নির্বাচিত হয়েছেন ক্যাডেট সার্জেন্ট জান্নাতুল ফেরদৌস হীরা,ক্যাডেট ল্যান্স কর্পোরাল তোহফা তাসনুভা,ক্যাডেট ল্যান্স কর্পোরাল প্রান্ত দাশ ও ক্যাডেট ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল রায়হান।
পরিশেষে, ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ রায়হান নবাগত ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।