সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২ বার পঠিত
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:- সাহসী পোশাক পরে প্রায়ই আলোচনায় উঠে আসেন খুশি মুখার্জি। বলিউডের বিতর্কিত এই অভিনেত্রীর বাড়িতে ঘটলো চুরির ঘটনা।

তার বাড়ি থেকে ২৫ লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৮১ হাজার টাকা মূল্যের গহনা চুরি হয়েছে বলে অভিযোগ এই অভিনেত্রীর।

তার বাড়ির পরিচারিকাই এই চুরির পেছনে রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

কারণ ঘটনার পর থেকে তিনি পলাতক।

প্রাক্তন ‘স্প্লিটভিলা’ প্রতিযোগী খুশি মুখার্জি বলেন, নিজের বাড়ির ভেতরে যাকে বিশ্বাস করতাম, সেই যদি এমন বিশ্বাসঘাতকতা করে, সেটা খুবই হৃদয়বিদারক।

গহনার থেকে বড় ক্ষতি হলো আমার নিরাপত্তা ও বিশ্বাস হারিয়ে যাওয়া।

এ অভিনেত্রী জানিয়েছেন, আইনত কঠোর পদক্ষেপ নিয়েছেন।

শিগগিরই পুলিশ তদন্ত শুরু করবে। পলাতক পরিচারিকাকে খুঁজে বের করে ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করবে বলেও জানিয়েছেন খুশি।

কলকাতার মেয়ে খুশি মুখার্জির ক্যারিয়ার শুরু হয় ২০১৩ সালে তামিল ভাষার ‘অঞ্জল তুরাই’ সিনেমা দিয়ে। এরপর তেলেগু ভাষার ‘ডোঙ্কা প্রেমা’, ‘হার্ট অ্যাটার্ক’, হিন্দি ভাষার ‘শ্রীনগর’ সিনেমায় অভিনয় করেন। টেলিভিশন রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে পরিচিতি লাভ করেন তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর