সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

“৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন”

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৩৩ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম ৪ আসন (সীতাকুণ্ড) থেকে ১০ নং উত্তর কাট্টলী এবং ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডকে চট্টগ্রাম ১০ আসন (পাহাড়তলী-খুলশী-হালিশহর) এর অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ভোটার ও বাসিন্দারা। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন, এই দুটি ওয়ার্ডের জনগণ ‘দ্বৈত শাসনে’ আছেন। ওয়ার্ড দুটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে হলেও, বর্তমানে তা সীতাকুণ্ড উপজেলার সাথে যুক্ত। ২০০৮ সাল পর্যন্ত এই ওয়ার্ডগুলো চট্টগ্রাম ৮ আসনের (ডবলমুরিং-পাহাড়তলী-পতেঙ্গা) অংশ ছিল, যেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক বানিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতো নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগের সুবিধার্থে ওয়ার্ড দুটিকে সীতাকুণ্ডের সঙ্গে যুক্ত করা হয়।

এলাকাবাসীর দাবি, গত ১৫ বছরে এই দুটি ওয়ার্ডে তেমন কোনো উন্নয়ন হয়নি। সীতাকুণ্ড উপজেলা গ্রামীণ এলাকা হলেও, এই দুটি ওয়ার্ড সিটি কর্পোরেশনের অংশ। ফলে উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এখানকার মানুষ অনেক পিছিয়ে আছে। তারা নিজেদেরকে ‘ছিটমহলের অধিবাসী’ বলে অভিহিত করেন।

এলাকাবাসী জোর দাবি জানায়, উত্তর কাট্টলী ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড দুটিকে চট্টগ্রাম ১০ আসনের সাথে অন্তর্ভুক্ত করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির আহ্বায়ক হাসেম আলী মিয়া, আল আমিন হাসপাতালের পরিচালক ডাঃ শাহাদাত হোসেন, সমন্বয় কমিটির সদস্য সচিব সাহেদ আকবর, এডভোকেট এ এইচ এম জাহেদ হোসেন, রেজাউল করিম, মোঃ মোরশেদ চৌধুরী, এড. ওমর ফারুক, মোঃ পারভেজ, দোলন দেব, শুভ্রত দে, গোতম সেন, আবু সায়েদ চৌধুরী বাপ্পা, লোকমান হোসেন, মনির উল্লাহ, মোশারফ হোসেন, রাশেদুল করিম, মোঃ তুহিন, নওশাদ আলী, আশরাফ উদ্দীন, ও রকি ও প্রমুখ

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর