শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও প্রথমবার জাতীয় পুরুষ দলের ম্যাচে নারী আম্পায়ার

সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৫ বার পঠিত
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলা হবে। তিনি বলেন, “নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষার স্বার্থে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আধুনিক নগরীতে রূপান্তরিত করা আমাদের মূল লক্ষ্য।”

বুধবার (২০ আগস্ট) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয় সংলগ্ন স্থানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রি চসিককে ১০টি ডিজেল চালিত টমটম ও ৪১টি ভ্যান প্রদান করে।

নতুন সরঞ্জাম হস্তান্তরের পর মেয়র জানান, এ উদ্যোগের ফলে নগরীর বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি বলেন, “কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আবুল খায়ের গ্রুপের এ অবদান আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং পরিচ্ছন্ন নগরী গড়ার অগ্রযাত্রায় সহায়ক হবে।”

এসময় তিনি ধণাঢ্য ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগ নয়— সমাজের সচ্ছল শ্রেণি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে চট্টগ্রামকে দ্রুতই একটি পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

শুধু বর্জ্য ব্যবস্থাপনাই নয়, নগরের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম নিয়েও মেয়র কথা বলেন। তিনি জানান, “আমি মেয়র পদে দায়িত্ব নেয়ার সবার সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন করেছি ইনশাআল্লাহ বাকি কাজ দ্রুত শেষ করা হবে এবং আগামী বছর নাগরিকরা এর আরও ভালো ফল ভোগ করবেন।”

এসময় সাবেক চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর