স্পোর্টস ডেস্ক:- সিলেটে আগমী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে নেদারল্যান্ডস সিরিজ। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে দেখা যেতে পারে সাথিরা জাকির জেসিকে।
প্রথমবারের মতো পুরুষদের ম্যাচে আম্পায়ারিং করানোর অপেক্ষা করছেন বাংলাদেশি এই নারী আম্পায়ার।
এর আগেই নিশ্চিত হয়েছে, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন জেসি।
তবে বিশ্বমঞ্চের আগে তাকে বড় চাপের ম্যাচে মানিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। সংস্থাটির আম্পায়ার বিভাগের প্রধান ইফতেখার মিঠু একরকম ঘোষণা দিয়ে বলেই ফেললেন, ‘জেসি তো বিশ্বকাপে যাচ্ছেই।
আমরা চাই এই সিরিজে তাকে টিভি আম্পায়ারের ভূমিকা দিয়ে শুরু করতে। ছেলেদের ম্যাচে যে চাপ তৈরি হয়, সেই অভিজ্ঞতা ওর জন্য অনেক বড় প্রস্তুতি হবে।
গত দুই-আড়াই বছরে আমাদের নারী আম্পায়াররা দারুণ উন্নতি করেছে। এখন তাদের আরও বেশি সমর্থন করার সময়। ’
অন্যদিকে, নেদারল্যান্ডস সিরিজ শুরু হওয়ার আগেই বাংলাদেশি আম্পায়ারদের আরেকটি চ্যালেঞ্জ সামনে। মোট সাতজন আম্পায়ার যাচ্ছেন শ্রীলঙ্কায় আইসিসির বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পে। যেখানে ২৪ থেকে ২৭ আগস্ট চলবে নিবিড় প্রস্তুতি।