সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

নারী ক্ষমতায়ন, বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব উদ্যোগে লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু’র অনন্য আয়োজন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২১৯ বার পঠিত
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম:১ ৭ আগষ্ট ২০২৫, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু আয়োজিত এক বিশেষ সামাজিক কার্যক্রমে নারী শ্রমশক্তি উন্নয়ন, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ইকো-ফ্রেন্ডলি প্রাকৃতিক কলম বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদের সহায়তা করা, শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

এই উদ্যোগের অংশ হিসেবে নারী উদ্যোক্তার তৈরি কাগজের কলম (যার মাথায় বীজ সংযুক্ত থাকে) শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। কলমের কালি শেষ হলে বীজটি রোপণ করে নতুন গাছ জন্মানো সম্ভব — যা প্রকৃতি সংরক্ষণে এক নতুন দৃষ্টান্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু” এর সম্মানিত এডভাইজর লায়ন এস এম কামাল হোসেন এবং ‘লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী’ এর সম্মানিত প্রেসিডেন্ট লায়ন কাজী জসীম উদ্দিন।

এছাড়া লিওদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ডায়নামিক প্রেসিডেন্ট লিও পৃথ্বী সাহা, জয়েন্ট সেক্রেটারি লিও প্রিন্স মজুমদার, জয়েন্ট সেক্রেটারি লিও আবরাজ, জয়েন্ট ট্রেজারার লিও আপন বডুয়া, জয়েন্ট ট্রেজারার লিও পাপিয়া দাশ, ডায়নামিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিও শিহাব ইসলাম তাহান, ডায়নামিক সদস্য লিও ফাহাদ রাজ, সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।

লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু বিশ্বাস করে — এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর