শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও প্রথমবার জাতীয় পুরুষ দলের ম্যাচে নারী আম্পায়ার

হোটেলের খাবার বিল চাওয়ায় দোকানদারকে গুলি।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৭ বার পঠিত
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজার এলাকায় নাস্তার বিল ও আগের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে গোলাপ মিয়া (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে পিস্তল দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) ও নারী কর্মচারী সেলিনা বেগম (৪২) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাপ মিয়া হোটেলে নাস্তা শেষে বিল না দিয়ে চলে যেতে চাইলে অসীম বিল ও আগের বকেয়া চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাপ কোমর থেকে পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। আহত অসীমকে উদ্ধার করতে গেলে নারী কর্মচারী সেলিনাকেও লক্ষ্য করে গুলি চালানো হয়।

স্থানীয়রা আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অসীমকে ভর্তি রাখেন এবং সেলিনা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিনু জানান, অসীমের কোমরের নিচে ও অণ্ডকোষে গুলির আঘাত রয়েছে এবং তার অবস্থা গুরুতর।

ঘটনার খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গোলাপকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। ওসি তাজউদ্দিন খন্দকার জানান, ব্যবহৃত অস্ত্রের ধরন ও গোলাপের রাজনৈতিক সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, গোলাপ দীর্ঘদিন ধরে মাদক, অস্ত্র ব্যবসা ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িত। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। বছর তিনেক আগে টাকা চুরির অভিযোগে তাকে ওই বাসা থেকে বের করে দেওয়া হলেও সরকার পতনের পরও প্রকাশ্যে অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত গোলাপকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর