ভাটিয়ারীতে ১২০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধিঃ কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারি সীতাকুণ্ড থানাধীন তাবাকু খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (১৩ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য গনমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় ইয়াবা বেচাকেনার সময় ১ মাদক কারবারিকে গ্রেফ্রতার করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।