সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

পঞ্চগড়ে ব্রিজ ভেঙে চলাচল বন্ধ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮২ বার পঠিত
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ

মোঃ আবু সুফিয়ান,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুঁচিয়া মোড় গ্রামের সুইচ গেট ব্রিজ ভারি বৃষ্টিপাতের কারণে ভেঙে পড়ায় চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাবাসী মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ব্রিজটির পিলার ও স্ল্যাব ক্ষতিগ্রস্ত হলেও কোনো সংস্কার কাজ হয়নি। গতরাত থেকে পঞ্চগড়ে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রিজটির সুইচ গেট বন্ধ থাকার কারণে ২ পাসে হঠাৎ ভেঙে যায়। এতে স্কুল কলেজ শিক্ষার্থী পথচারী ও যানবাহন চালকরা কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

আশরাফ আলী বলেন, গতরাত থেকে অনেক বৃষ্টি হয়। পানির স্রোত বেশি থাকায় ব্রিজ ভেঙে যায়। এতে চলাচল করতে কষ্ট হচ্ছে।

করিমুল ইসলাম বলেন, ব্রিজটির চারপাশে আগে থেকেই মাটি সরে যাওয়ায় রাতে অনেক পানি হওয়ার ফলে স্রোতের কারণে দুই পাশে রাস্তা ভেঙে যায়। রাস্তার পাশে থাকা কয়েকটি দোকান পানিতে ভেসে চলে যায়।

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যাতে মানুষ পুনরায় চলাচল করতে পারে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর