শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও প্রথমবার জাতীয় পুরুষ দলের ম্যাচে নারী আম্পায়ার

মেধা-দক্ষতার মিলনমেলায় নর্দার্ন ইউনিভার্সিটিতে টেক্সটাইল ফেস্ট অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৯ বার পঠিত
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ

রেজাউল মোস্তফা: নর্দার্ন ইউনিভার্সিটিতে “টেক্সটাইল ট্যালেন্ট ফেস্ট-২০২৫” উৎসবমুখর আয়োজন

ঢাকা, ৮ আগস্ট — নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে (NUB) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে “টেক্সটাইল ট্যালেন্ট ফেস্ট-২০২৫”, যা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল সোসাইটি। দিনব্যাপী এ উৎসবে প্রতিযোগিতা, উদ্ভাবন ও অনুপ্রেরণার সমন্বয়ে প্রাণবন্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জি এম ফয়সাল ও বিভাগের শিক্ষকবৃন্দ। আয়োজনে মোট ৩০০ শিক্ষার্থী তাঁদের মেধা ও দক্ষতা প্রদর্শন করেন বিচারকমণ্ডলীর সামনে। প্রাথমিক বাছাই শেষে ১০ জন চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন।

চূড়ান্ত মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেন আল ইমরান অন্তর, দ্বিতীয় স্থান সৃস্টি তেরেসা গোমেজ এবং তৃতীয় স্থান সাদিয়া সুলতানা বৃষ্টি। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হলে মিলনায়তন করতালিতে মুখরিত হয়।

এছাড়া অনুষ্ঠানে বিদায়ী এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সম্মাননা সনদ প্রদান এবং নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

বিভাগীয় প্রধান জি এম ফয়সাল বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তব দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। আমরা চাই তারা একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিল্পক্ষেত্রের প্রতিযোগিতায়ও এগিয়ে থাকুক।”

আয়োজকদের মতে, “টেক্সটাইল ট্যালেন্ট ফেস্ট-২০২৫” কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলাদেশের টেক্সটাইল খাতের সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখার একটি প্ল্যাটফর্ম।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর