সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হকের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলে প্রেস ক্লাব নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধান অতিথি মাওলানা তাওহীদুল হক চৌধুরী।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় প্রেস ক্লাবের উদ্যােগে প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাহমুদুল হকের ৭ম মৃত্যু বার্ষিকী কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,জাতীয় ভোক্তা অধিকার পরিষদের (সিআরবি) চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, প্রধান বক্তা উপজেলা বিএনপি আহ্বায়ক ডাঃ কমল কদর,বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সামছুল আলম আযাদ,প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও মাহমুদুল হক পরিবারের সদস্য বাবুল আকতার, পৌর বিএনপি আহ্বায়ক জাকির হোসেন,উপজেলা পূঁজা কমিটির সেক্রেটারী মনোজিত কুমার নাথ,সৈয়দপুর ইউনিয়ন সভাপতি কাজী এনামুল বারী,প্রেস ক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাকের সীতাকুণ্ড প্রতিনিধি মীর মোঃ দিদারুল হোসেন টুটুল,প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমূখ।শুভেচ্ছা বক্তব্য রাখেন,প্রেস ক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।
প্রধান অতিথি মাওলানা তাওহীদুল হক বলেন, মরহুম মাওলানা মাহমুদুল হক দলমত নির্বিশেষে একদল তরুনদের নিয়ে ১৯৮৯ সালে সীতাকুণ্ড প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেন।
মাহমুদ ভাইয়ের সেই ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর ২৪ইং গণতান্ত্রিক ভাবে সকল রাজনৈতিক দল গুলোর উপস্হিতিতে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়।কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য,নির্বাচনে পরাজিতরা ২/১ জন নেতার সেল্টারে প্রেস ক্লাব দখল করে।
এরপর প্রেস ক্লাবকে দখলমুক্ত করতে যারা মৌন সমর্থন দিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা বিভ্রাট মূলক নিউজ করে যাচ্ছে।আর প্রেস ক্লাব দখলমুক্ত হওয়ার পর দখলকারী সদস্যদের প্রেস ক্লাব থেকে বহিস্কার করা হয়। সুতরাং ভবিষ্যতে যদি প্রেস ক্লাব নিয়ে ষড়যন্ত্র করা হয়,তাহলে তাদেরকে আপামর জনতাকে সাথে নিয়ে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।