সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পৌরসদরে উপজেলা এবং পৌরসভা বিএনপি’র আয়োজনে জুলাই গণ অভূথ্যান বর্ষপূর্তিতে এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপি আহ্বায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দীনের পরিচালনায় সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জুলাই গণ অভূথ্যান বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ন আহ্বায়ক কাজী সালা উদ্দিন,পৌরসভা সাবেক সভাপতি ইউসুফ নিজামী, পৌরসভা কাউন্সিলর সামছুল আলম আযাদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন, পৌরসভা বিএনপি সভাপতি জাকির হোসেন,পৌর সদস্য সচিব ছালে আহম্মদ ছলু, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল আনোয়ার,সোনাইছড়ি ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন মোঃ জাহাঙ্গীর,সৈয়দপুর ইউনিয়ন সভাপতি কাজী এনামুল হক,উপজেলা যুবদল সভাপতি ফজলুল করিম চৌধুরী,সেক্রেটারী মোঃ শাহাবুদ্দীন রাজু,জেলা নেত্রী নার্গিস আক্তার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলী, উপজেলা নেত্রী এড.রওশন আরা,উপজেলা ছাত্রদল সভাপতি কাজী সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।