মো: রেজাউল মোস্তফা,চট্টগ্রাম: সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জীবন মান উন্নয়নের মাধ্যমে ওদের নগরের ফুল হিসেবে গড়তে কাজ করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুল।
১৯ জুন ২০১৫ সালে সন্দ্বীপ এর স্বপ্নবাজ তরুন বায়েজিদ সুমন এর হাত ধরে শুরু হয় নগরফুল নামক স্বেচ্ছাসেবী সংগঠন এর। নগরের ছিন্নমূল, সুবিধাবঞ্চিত, পথশিশুদের জীবন মান উন্নয়নে গড়ে উঠা এই সংগঠন কাজ করে যাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, এবং খাদ্য নিরাপত্তা নিয়ে।
শিশুশ্রম, ভিক্ষাবৃত্তি , রেলস্টেশনে থেকে রেলে পাথর নিক্ষেপ ও শিশুদের দিয়ে মাদক আনা নেওয়া মত অসাধু কাজ করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে “নগরফুল” , নগরের সুবিধাবঞ্চিতদের আশার আলো হয়ে দাঁড়িয়েছে। সুবিধাবঞ্চিতদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নগরফুল অনুয়ায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তার মধ্যে উল্লেখ যোগ্য।
নগরফুল হলিডেস্কুল- যেখানে শিশুদের প্রক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের মাধ্যমে স্কুলে ভর্তি উপযোগী করে গড়ে তুলা, স্কুলে ভর্তি করানো সহ, ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুল মুখী করা, তাদের নিয়মিত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। নগরীর সি আর বি শিরিষ তলা, ডিসি হিল, ষোলশহর রেলস্টেশন প্ল্যাটফর্ম, আগ্রাবাদ, আমিম বাজার ক্যান্টনমেন্ট রেলস্টেশন প্ল্যাটফর্মে হলিডে স্কুল পরিচালনা করে আসছে। এ ছাড়া চট্টগ্রাম নগরীর বাহিরে পটিয়া রেলস্টেশন প্ল্যাটফর্ম ও কুমিল্লা শাশনগাছা রেলস্টেশন প্ল্যাটফর্মে আরো দুইটি হলিডে স্কুল পরিচালনা করছে যেখানে প্রায় ৮ শতাধিক শিশুকে একদল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী নিয়মিত পাঠ দান করে যাচ্ছে। শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে প্রতিষ্ঠালগ্ন থেকে ৫ শতাধিক শিশুকে সরাসরি স্কুলে ভর্তি ও ২ শতাধিক ঝরে পড়া শিশুকে পুনরায় স্কুল মুখি করা হয়েছে ১ শতাধিক স্কুলে যাওয়ার উপযোগী করনে কার্যক্রম চলমান। বিগত এস এস সি পরিক্ষায় ৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে একজন gpa 5, একজন 4.94, একজন 4.22 . ও একজন 4.00 রেজাল্ট করে সফল হয়েছে।
চরকুটুম পাঠশালা –
কুড়িগ্রামের কালির আলগা চরে সপুরা হান্নান ফাউন্ডেশন এর সাথে যৌথ উদ্যোগে বিনামূল্যে “চরকুটুম পাঠশালা” নামে স্কুল প্রতিষ্ঠা করেছে,সেখানে চরের শতাধিক শিশুর এক মাত্র শিক্ষার আলো ছড়াচ্ছে এই চরকুটুম পাঠশালা। এটি একটি পরিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস ওয়ান থেকে ফাইব পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দান করে।
স্বাবলম্বী প্রজেক্ট –
শিশুশ্রম বন্ধ ও পড়াশোনা নিশ্চিত করণের নিমিত্তে সংগঠন টি পরিচালনা করে আসছে প্রজেক্ট স্বাবলম্বী যেখানে বাচ্চাদের পড়াশোনা নিশ্চয়তা প্রদানের মাধ্যমে পরিবারের যে কোন একজন বাবা কিংনা মায়ের আয়ের উৎস ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। সংগঠন টির প্রতিষ্টাতার ভাষ্যমতে “১২” শিশুকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে যেখানে প্রতিটি পরবারে একটা আয়ের উৎস হিসাবে ভ্যান, রিক্সা কিংবা সেলাই মেশিন এর মত উপকরণ বিতরণ করা হচ্ছে। আরো “২০” জন শিশু এই প্রকল্পের আওতায় নিয়ে আসার প্রক্রিয়াধীন রয়েছে।
ওয়ান চাইল্ড ওয়ান ডোনার প্রজেক্ট –
দীর্ঘ মেয়াদি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সংগঠন টি পরিচালনা করছে “ওয়ান চাইল্ড ওয়ান ডোনার প্রজেক্ট ” যেখানে আজীবন শিশুটির শিক্ষার ব্যয় ভার বহন করছে সামাজমের বিত্তবান কোন ব্যক্তিবর্গ।১০ জন শিশু এই প্রজেক্ট এর আওতাধীন রয়েছে।
হেলথ এন্ড নিউট্রিশন টিম –স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে একদল তরুণ ডাক্তার ও পুষ্টিবিদের নিয়ে পরিচালনা করে “হেলথ্ এন্ড নিউট্রিশন টিম “। এই প্রকল্পে শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, জটিল রোগ নির্ণয়ে হাসপাতালে সেবা, শিশু ও কৈশোর পুষ্টি সেবা ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা” করে আসছে।
সাস্টটেইনবল ডেভলপমেন্ট এন্ড রিসার্চ প্রজেক্ট
সংগঠনের কাজ কে বেগবান করা ও প্রতিটি প্রজেক্ট এর কাজের মূল্যায়নের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প ” সাসটেইনেবল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ” নামে একটা প্রকল্প পরিচালনা করছে যা তাদের প্রতিটি প্রকল্পের বাৎসরিক কাজের মূল্যায়ন,নতুন বছর কর্ম পরিকল্পনা নির্ধারণ ও কর্ম পদ্ধতির রূপ রেখা প্রদান করছে। এই প্রকল্পের আওতায় নিজস্ব মুদ্রণের বাংলা, গণিত বই এর কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং নগরীর পিছিয়া পড়া শিশুদের প্রকৃত সংখ্যা নির্ধারণ ও কারণ অনুসন্ধানে গবেষণা কার্যক্রম ও হাতে নিয়েছে।
নগরফুল কালচারাল টিম -শিশুদের মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য পরিচালনা করছে “নগরফুল কালচারাল টিম” যা বাৎসরিক সাংস্কৃতিক আয়োজন , নিয়মিত আবৃত্তি, নাচ গান, শরীরচর্চা প্রশিক্ষণ এর মাধ্যমে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করছে।ইতিমধ্যে এশিয়ান টিভি,বিটিভি সহ বিভিন্ন টেলিভিশনে অংশ নিয়েছে,এছাড়াও সাকিব আল হাসান এর সাথে বিজ্ঞাপন চিত্রে ও অংশ নিয়েছে।
আই সি টি প্রজেক্ট – শিশুদের তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করে আই সি টি টিম, কারিগরি শিক্ষায় আই সি টি সেক্টরের ওদের দক্ষ করা এর মুল উদ্দেশ্য
এছাড়া সংগঠনটি সারা বছর বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস উৎযাপন,শিক্ষা সামগ্রি বিতরণ, খাদ্য বিতরন, মেডিকেল ক্যাম্প “শীত আসবে শিশু হাসবে উষ্ণতার পরশে” ও “সবার সাজে ঈদের সাজে সাজবে নগরফুল “আসছে যেখানে প্রতবছর শীত ও ঈদে হাজারো প্থশিশুদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে বিগত ৮ বছর ধরে।
নগরফুলের স্বপ্ন সুবিধাবঞ্চিত ও পথশিশু মুছে দিয়ে ওদের একটি সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দিয়ে দেশের সম্পদ হিসেবে তৈরি করা। এতে সমাজের তরুন ও বিত্তবান দের সম্মিলিত অংশগ্রহন কাম্য।