লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রামের লোহাগাড়ায় দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২জুলাই (মঙ্গলবার) বাদে আছর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে উপজেলা জামায়াত অফিসে এ দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে দোআ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া।
দোআ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর আমীর অধ্যাপক জালাল আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন লোহাগাড়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মহি উদ্দিন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী লোহাগাড়া উপজেলার নেতৃবৃন্দ, বটতলী শহর জামায়াতে নেতৃ্বৃন্দ ও যুব বিভাগের নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
দোআ মাহফিলে বক্তারা বলেন, উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আল্লাহ আমাদের এই রকম মর্মান্তিক মৃত্যু থেকে হেফাজত করুন। নিহত যারা হয়েছেন তাদের পরিবার স্বজনদের ধৈর্য্য ধারণ করার তাওফীক দান করুন।