বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এনইউবিতে দোয়া ও মোনাজাত লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল গাজিপুরে কাভার্ডভ্যান চাপায় সাংবাদিক মাসুদ নিহত,দুই মেয়ে আহত রোটারি ক্লাব অফ চিটাগং সিটির উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ করলো সৈয়দ হারুন ফাউন্ডেশন ডিয়াবড়ি আর্মি ক্যাম্পে চাঁদাবাজ মিলন সহ তার সহযোগীরা আটক মাটিরাঙ্গায় মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা চসিক ৯ ও ১০ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা আনোয়ারায় দীর্ঘদিন যাবৎ বর্ষায় কাঁদা বন্দী জীবন যাপন বেরোবি ক্যাম্পাস রেডিও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব

গাজিপুরে কাভার্ডভ্যান চাপায় সাংবাদিক মাসুদ নিহত,দুই মেয়ে আহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ

পপি আক্তার: গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাংবাদিক মাসুদ নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী তার দুই মেয়ে আহত হয়েছে। পুলিশ চালকসহ কাভার্ডভ্যান আটক করে থানায় নিয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুরে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ রানা (২৮),দিগন্তের বার্তা টুয়েন্টি ফোর ডট কম এর গাজিপুর বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন।তিনি  শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত বুরহান উদ্দিনের ছেলে। আহত অবস্থায় মাসুদের দুই মেয়ে মাহি আক্তার (১২) ও মনিয়া আক্তারকে (৯) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহি মাওনা চৌরাস্তা ন্যাশনাল মেরিট স্কুলের অষ্টম শ্রেণি এবং মনিয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আটক কাভার্ডভ্যান চালক শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে রমজান আলী (৩০)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মাসুদ রানা তার দুই মেয়েকে মোটসাইকেলে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রংসাইড দিয়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী মিনি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হন এবং তার দুই মেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহগযোগিতায় পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, চালকসহ কাভার্ডভ্যান আটক এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর