নিজস্ব প্রতিনিধি : রোটারি ক্লাব অফ চিটাগং সিটির উদ্যোগে আজ শনিবার বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৫ পালিত হয় ।
মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট এর যৌথ উদ্যোগে পটিয়ার কৈগ্রাম এর এস এ নূর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রো: আনোয়ারুল কবীর চৌধুরী ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চার্টার প্রেসিডেন্ট অ্যাড: উত্তম কুমার দত্ত, পিপি রো: লিয়াকত আলী চৌধুরী, পিপি রো: রেজাউর রহমান পারভেজ, পিপি রো: কামরুল মোর্শেদ তমাল, পিপি রো: মোহাম্মদ শাহজাহান, পিপি রো: মৃণাল দত্ত , রো: হামিদুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট রো: নাজমুল হক, ক্লাবের সেক্রেটারি রো: জাকারিয়া সোহেল, রো: কামরুন্নাহার এবং চিটাগং ইম্পেরিয়াল এর সিপি রো: নজরুল ইসলাম নান্টু । এস এ নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , অন্যান্য শিক্ষক প্রতিনিধি, মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট এর ট্রাস্টিরা উপস্থিত ছিলেন ।