সংবাদ বিজ্ঞপ্তি : প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রোটা: আনোয়ারুল কবির চৌধুরী, সেক্রেটারি রোটা: জাকারিয়া সোহেল, কোষাধ্যক্ষ রোটা: হামিদুল ইসলাম, সার্জেন্ট এট আর্মস রোটা: মো: শাফায়েত মনোনীত হন।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, পিপি রোটারিয়ান খুরশিদ আলম, পিপি রোটারিয়ান লিয়াকত আলী চৌধুরী, আই পিপি রোটারিয়ান দেবাশীষ বড়ুয়া। এবং ক্লাবের সিনিয়র ও অন্যন্য সদস্যবৃন্দ।