হাতিয়া উপজেলা, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান করে বিপুলপরিমাণ অস্র ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। এসময় ২ জন দুর্ধর্ষ ডাকাত, ১জন নারী সহযোগী ও ১ জন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (০১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ২ টা থেকে ০১ জুলাই সকাল ৮ টা পর্যন্ত বিসিজি স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে উপজেলার বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় শামীম ডাকাত বাহিনীর ২ জন সক্রিয় সদস্য মোঃ সোহেল (২৩), মোঃ সুমন উদ্দিন (৩৫) এবং নারী সহযোগী মোছাঃ পারুল বেগম (৩২) কে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, ২ বোতল চেতনানাশক ঔষধ, ২ ভরি ১২ আনা তামার উপর স্বর্ণের প্রলেপ দেওয়া চোরাই হাতের চুড়ি এবং ১০ ভরি ১৩ আনা চোরাই রুপার অলংকারসহ আটক করা হয়।”
তিনি আরো বলেন,” ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে ডাকাতি করা ২০ ভরি ৪ রতি ৮ পয়েন্ট স্বর্ণালংকার সোনাদীয়া ইউনিয়নের মাইজদি বাজারের প্রিয়া জুয়েলার্স হতে উদ্ধার করা হয়। এসময় চোরাইকৃত স্বর্ণ ব্যবসা ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় প্রিয়া জুয়েলার্সের মালিক উজ্জল বনিক (৪২) কে আটক করা হয়।”
আটককৃত ডাকাত ও নারী সহযোগী হাতিয়া উপজেলার বুড়িরচর এলাকার এবং চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী ওছখালীর লক্ষীদিয়া এলাকার বাসিন্দা।
জব্দকৃত সকল আলামত ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিসিজি মিডিয়া কর্মকর্তা।
তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রাখছে। যার ফলে উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ মিডিয়া কর্মকর্তা।