শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও প্রথমবার জাতীয় পুরুষ দলের ম্যাচে নারী আম্পায়ার

চোরাই পিক-আপসহ গাড়ি চোর চক্রের এক সদস্য গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মানিক চৌধুরী (৩৯) নামে গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বুধবার (১১ জুন) দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থেকে একটি চুরি হওয়া পিকআপভ্যান উদ্ধার করা হয়।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, ৭ জুন ঢাকার ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রিটস্থ ধোলাইখাল হাজি ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপভ্যান অজ্ঞাতপরিচয় চোরেরা চুরি করে নিয়ে যায়। পিকআপটির মালিক সম্ভাব্য সব স্থানে পিকআপটি খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপির ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার রুজুর পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) মাসুম সরদারের নেতৃত্বে ওয়ারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থেকে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকা থেকে বাদীর চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।

ওয়ারী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার মানিককে জিজ্ঞাসাবাদে জানায় তার ২/৩ সহযোগীদের নিয়ে ৭ জুন বিকেল ৪টায় ওয়ারীর ধোলাইখাল হাজি ম্যানসনের সামনে পাকা রাস্তা থেকে পিকআপটি চুরি করে কেরানীগঞ্জের পূর্ব ধর্মশুর এলাকায় রেখে আসে।

গ্রেপ্তার মানিকের নামে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর