মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে কুরবানির মাংস বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৪৭ বার পঠিত
আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে এবং কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় নগরীর শতাধিক মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।

রবিবার নগরীর লালদীঘির পাড়স্থ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের মধ্যে এই মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “কুরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন—এটাই মানবতার প্রকৃত দৃষ্টান্ত।

সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. ফারহানাজ মাবুদ সিলভী, জিয়াউল হক সোহেল, সিটি যুব রেড ক্রিসেন্টের প্রধান আ. ন. ম. তামজীদ, দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

সভাপতি জানান, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর