বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদেশে হাজার কোটি টাকার প্রোপার্টি—অর্থ পাচারের তদন্তে সিলেটের ফকর ব্রাদার্সের দুই কর্তা চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত ভাইদের বেকার সমস্যা দূর করা হবে-শাহ্ নাওয়াজ নানান ষড়যন্ত্র ও নাশকতা করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে-সাবেক চীফহুইপ ফারুক বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই হাতিয়ার উন্নয়ন ঘটে কারীমুল হাই নাঈম বিয়ে বাড়ির দাওয়াতকে কেন্দ্র করে বিএনপি নেতাদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসে জাতীয় মঞ্চে বেরোবির ‘টঙের গান’ প্রাণনাশের হুমকি আহনাকে পুত্রসন্তানের মা হলেন পরিণীতি চোপড়া জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দলের যুগপৎ আন্দোলন

ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে বেরোবি প্রশাসনের উদ্যোগ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩২১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিন্ডিকেটের ১০৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক অত্র বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ রয়েছে।

কেননা, বিগত জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের অন্যতম দাবী ছিল- শিক্ষা প্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করা। এই দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৮-১০-২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮তম সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এ সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিম্নরুপ সিদ্ধান্ত গ্রহণ করেছেনঃ
“বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলে সিট বাণিজ্যসহ সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ক্যাম্পাসে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর নাম ব্যবহার করে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতিক কর্মকান্ড নিষিদ্ধ থাকবে।

লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকার পরেও কেউ বিভিন্ন ব্যানারে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার অপচেষ্টা করলে তার প্রতিরোধকল্পে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিম্নরুপ শাস্তির বিধান করেছেনঃ-“চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলে সিট বাণিজ্য, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ততার অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিস্কার ও ছাত্রত্ব বাতিল করা যেতে পারে ; প্রয়োজনে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি বিধানের জন্য সুপারিশ করা হবে।

এমতাবস্থায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ রয়েছে, যে সিদ্ধান্ত শিক্ষার্থীদের অব্যাহত দাবীর পরিপ্রেক্ষিতে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে।

সুতরাং যে কেউ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করলে, কিংবা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য ইত্যাদি অনৈতিক কাজে জড়িত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের সনাক্ত করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটি এ সম্পর্কিত প্রত্যেকটি অভিযোগ যথাযথভাবে তদন্ত করবেন এবং অভিযোগ প্রাপ্তির পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে করণীয় সুপারিশ প্রদান করবেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে, লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর