শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

ফ্যাসিস্ট সরকার চলে গেলেও এ সরকারের ভিতর তাদের প্রেতাত্মারা রয়ে গেছে,সাবেক চীফহুইপ ফারুক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: ঘুম,খুন, দূর্নীতি, নির্যাতন ও লুটপাট কারি ফ্যাসিস্ট সরকার চলে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে, প্রশাসন ও সরকারে থেকে তারা দাবা খেলছে বলে মন্তব্য করেছেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে দাবি করে জনাব ফারুক বলেন ৯ মাস চলে গেলেও যে নির্বাচনের জন্য হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন সেই নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোন পদক্ষেপ জনগণ এখনো দেখেনি।এটা আমার কথা নয়,জনগণের মনের কথা।

বৃস্পতিবার বিকেলে সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন যুবদলের সভাপতি সামছুল হুদা দুলালের মৃত্যুতে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব ফারুক এসব কথা বলেন।

ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মামুনুর রশীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূইয়ার সঞ্চালনায় উক্ত শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু ইউসুফ মজুমদার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, বিএনপি নেতা নুর নবী বাচ্চু,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বীজবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের কোম্পানি, চাচুয়া হাজী আলী আকবর মাদ্রসার সভাপতি লায়ন জসিম উদ্দিন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ খাঁন,কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, কেশারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম চৌধুরী, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের,সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার কানন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান তুহিন, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন,অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন খান,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মানিক,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ পাটোয়ারী, সৈয়দ হারুন ফাউন্ডেশনের সভাপতি আহমেদ জাবের,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মিরু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল বাহার,মির্জা মোস্তফা, আরিফ হোসেন, জসিম উদ্দিন,জহিরুল ইসলাম জহির, একরামুল হক সোহাগ,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল,যুগ্ন আহবায়ক নুর নবী রাজু সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক শামসুল হুদা দুলালের পরিবারকে ব্যক্তিগত পক্ষ থেকে ২ লক্ষ টাকা এবং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।

এছাড়া সেনবাগের মানবিক ব্যক্তিত্ব, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন তার প্রতিষ্ঠিত সৈয়দ হারুন ফাউন্ডেশনের মাধ্যমে প্রয়াত দুলালের ছেলের পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখার খরচের দ্বায়িত্ব নিয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর