শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ২:১৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এমনটি জানান।

বুধবার এক ব্রিফিংয়ে এই আইএসপিআর কর্মকর্তা দাবি করেন, নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) ভারতের অব্যাহত উসকানিমূলক গোলাবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে।

ভারতের সমালোচনা করে তিনি বলেন, মঙ্গলবার রাতে পাকিস্তানে চালানো বিমান হামলায় ভারত বেসামরিক জনগণ ও জনবসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি বলেন, ভারতের এই হামলার যতই নিন্দা করা হোক না কেন, তা যথেষ্ট নয়।

৬ ও ৭ মের এই হামলা ভারতীয় দৃষ্টিভঙ্গির প্রকৃত রূপ উন্মোচন করেছে।

তিনি আরও বলেন, এই হামলা প্রমাণ করে যে আমাদের শত্রু কতটা দুর্বল ও ভীত।

কারণ সাহসের অভাবে তারা প্রতিপক্ষ সেনাবাহিনীর মুখোমুখি না হয়ে রাতের অন্ধকারে কাপুরুষের মতো বেসামরিক মানুষ ও জনবসতির ওপর হামলা চালায়।

ভারতের হামলার জবাবে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায়। দেশটি বলছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

এদিকে, ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারত পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে তিনি বলেন, এর মূল্য দিতে হবে তাদের।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর