কে এইচ মহসিন বান্দরবানঃ বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এলাকা থেকে এক নারী জুম চাষির লাশ উদ্ধার করা হয়েছে। ৫ মে (সোমবার)বিকেলে ওই এলাকার একটি খেয়াং সম্প্রদায়ের পাড়ার কাছে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানচি থানা পুলিশকে খবর দেন।
উদ্ধারকৃত নারীর নাম চিংমা খেয়াং (২৭)। তিনি ওই এলাকার ৮ নং ওয়ার্ডের মংখ্যং খেয়াং পাড়ার সুমন খেয়াংয়ের স্ত্রী।
পুলিশকে স্থানীয়রা জানান, সকালে ওই নারী জুম চাষি পাড়া থেকে বের হয়ে পাড়ার কাছের একটি জুমে রওনা দেন। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তিনি পাড়ায় ফিরে না আসলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল চারটার দিকে পাড়ার লোকজন বেশ কিছু দূরে তিন্দু সড়কের রাস্তার পাশের নালার মধ্যে লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে পাড়ার লোকজন জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে কারণ সম্পর্কে এখনো কোনো কিছু জানানো হয়নি। তবে স্থানীয় পাহাড়ি বাঙ্গালীদের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য প্রকাশ পায়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশের একটি টিম সেখানে গিয়েছে। যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে পাহাড়ি ছাত্র পরিষদ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার প্রকাশনা সম্পাদক অন্বেশ চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটি জানায় রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকরা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করেছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।