মো: আল-আমিন, পঞ্চগড় সংবাদদাতা :পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল মঙ্গলবার দিনে দুপুরে ১৫০ টি ইউক্যালিপটাস গাছ ও বাঁশঝাড় কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়কাট পাড়া এলাকার মিষ্টার আলী (৪৩) বাঁশঝাড় ও বাগানে এই ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এই কান্ড ঘটিয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী কৃষক মিষ্টার আলী। এতে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান তিনি।
আজ বুধবার (৭ মে) তেঁতুলিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারবর্গ। ক্ষতিগ্রস্ত কৃষক মিষ্টার আলী জানান, জমির চার প্বার্শে প্রায় ৭ একর ২৩ শতাংশ জায়গা জুড়ে ১৫০ ইউক্যালিপটাস গাছ বাঁশঝাড় লাগিয়েছেন। একটা সময় তার প্রতিবেশী সামাদ, মাহাবুব, শাহাবুদ্দীন, আরিফুল, মামুন, আহসান, এরশাদুল, রবি, সপিজ উদ্দিনসহ আরো অনেকের সাথে জমি নিয়ে তার বিরোধ দেখা দেয়।
মিষ্টার আলী অভিযোগ করে বলেন, তার প্রতিবেশীরা দীর্ঘদিন যাবৎ কোন কাগজপত্র ছাড়াই জমি দখলের জন্য চেষ্টা করে আসছে। বিভিন্ন সময় তাকে জমি ছেড়ে দেয়ার জন্য হুমকি দিতেন। জমি ছেড়ে না দেওয়ায় মঙ্গলবার রাত দিনে দুপুরে দলবদ্ধ হইয়া লাঠি-সোটা ধারালো অস্ত্র নিয়ে ১৫০ ইউক্যালিপটাস গাছ ও বাঁশঝাড় কেটে দেওয়া এবং কি বসত বাড়ীতে তারা অগ্নিসংযোগ করেন।
এই ঘটনায় মিষ্টার আলী বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায় হামলাকারীরা তৎকালীন স্বৈরাচার আওয়ামীলীগের দোসর ছিলেন। মাদক ও চোরাকারবারীর সাথে তাড়া জড়িত। এরা আওয়ামীলীগ সরকারের ক্ষমতা দেখিয়ে দিনের পর দিন বিরোধীয় জমির মিমাংসা না করে জোর পূর্বক জমি দখলে নেয়ার পায়তারা করে আসতেছিল।
তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর জানায়, এই ঘটনায় একাধিবার আপোষ মিমাংশা করার জন্য বলেছিলাম। প্রতিবাদীরা ইউপি পরিষদের আইন অমান্য করার প্রতিবেদন দাখিল করেছি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুসা জানান, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।