শনিবার, ১০ মে ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

১৬৪তম রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে শিলাইদহে

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান কুষ্টিয়ার শিলাইদহে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশ্বকবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগেও রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপিত হবে।

মঙ্গলবার (৬ মে) সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, এবারের রবীন্দ্র জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ।

’ শিলাইদহে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেবেন গবেষক ও অধ্যাপক মনসুর মুসা।

দিবসটি উপলক্ষে ঢাকায় সব সড়কদ্বীপ এবং সব জেলায় বিশ্বকবির ছবি, কবিতা, পরিচিতি ও চিত্রকর্ম প্রদর্শন করা হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্বকবির ওপর নির্মিত ডকুমেন্টারি ও চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করবে।

বাংলা একাডেমি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে আলোচনা সভার আয়োজন করা হবে।

বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসকরা স্থানীয় রবীন্দ্র গবেষক বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধিজনের সহযোগিতায় কমিটি গঠন করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করবে।

এ ছাড়া বাংলাদেশের বৈদেশিক দূতাবাসগুলোর দিবসটি যথাযথভাবে উদযাপন করা হবে।

দিবসটি পালন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্প কলা একাডেমির তত্ত্বাবধানে ছয়শ স্মরণিকা ও ২০ হাজার পোস্টার মুদ্রণ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর