আন্তর্জাতিক ডেস্ক:- রাশিয়া জানিয়েছে, ইউক্রেন টানা দ্বিতীয় রাতেও মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
সোমবার গভীর রাতে চালানো এই হামলার কারণে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়।
রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া টেলিগ্রামে জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এসব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে পুনরায় চালু করা হয়েছে।
মস্কোর মেয়র সেরগেই সোব্যানিন জানান, শহরে ঢোকার আগেই অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
এসব ড্রোন বিভিন্ন দিক থেকে আসছিল। ধ্বংস হওয়া ড্রোনের কিছু ধ্বংসাবশেষ শহরের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে পড়ে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ইউক্রেন এখনও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
তবে খারকিভ শহরের মেয়র জানিয়েছেন, রাশিয়াও রাতে খারকিভ ও কিয়েভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে।
ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, সেখানে একটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।
এর আগে সোমবারও রাশিয়া দাবি করেছিল, ইউক্রেন সেদিন রাতে ২৬টি ড্রোন হামলা চালিয়েছিল, যা প্রতিহত করা হয়।
মস্কোর বাইরেও রাশিয়ার অন্যান্য শহর — যেমন পেনজা ও ভোরোনেজ — এর গভর্নররা জানিয়েছেন, রাতভর তাদের এলাকায়ও ড্রোন হামলার চেষ্টা হয়েছে।
উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের জবাবে ইউক্রেন বেশ কয়েকবার মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে। মার্চ মাসে চালানো একটি বড় হামলায় তিনজন নিহত হয়েছিলেন।