রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

ইউক্রেন থেকে মস্কোতে উড়ে এল একঝাঁক ড্রোন, বিমানবন্দর বন্ধ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- রাশিয়া জানিয়েছে, ইউক্রেন টানা দ্বিতীয় রাতেও মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

সোমবার গভীর রাতে চালানো এই হামলার কারণে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়।

রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া টেলিগ্রামে জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এসব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে পুনরায় চালু করা হয়েছে।

মস্কোর মেয়র সেরগেই সোব্যানিন জানান, শহরে ঢোকার আগেই অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

এসব ড্রোন বিভিন্ন দিক থেকে আসছিল। ধ্বংস হওয়া ড্রোনের কিছু ধ্বংসাবশেষ শহরের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে পড়ে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ইউক্রেন এখনও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে খারকিভ শহরের মেয়র জানিয়েছেন, রাশিয়াও রাতে খারকিভ ও কিয়েভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে।

ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, সেখানে একটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

এর আগে সোমবারও রাশিয়া দাবি করেছিল, ইউক্রেন সেদিন রাতে ২৬টি ড্রোন হামলা চালিয়েছিল, যা প্রতিহত করা হয়।

মস্কোর বাইরেও রাশিয়ার অন্যান্য শহর — যেমন পেনজা ও ভোরোনেজ — এর গভর্নররা জানিয়েছেন, রাতভর তাদের এলাকায়ও ড্রোন হামলার চেষ্টা হয়েছে।

উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের জবাবে ইউক্রেন বেশ কয়েকবার মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে। মার্চ মাসে চালানো একটি বড় হামলায় তিনজন নিহত হয়েছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর