রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

সাতকানিয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- সাতকানিয়ায় ট্রেনের ছাদ থেকে পরে আহত শিশু রাকিবুল ইসলাম (১২) মৃত্যুবরণ করেছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সাতকানিয়া রেলওয়ে স্টেশন পার হয়ে সাতকানিয়া-বাঁশখালী রেলক্রসিং অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটি ট্রেনের ছাদে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় একটি ডিশের তারের সাথে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠায়। তাকে বহনকারী অ্যাম্বুলেন্স পটিয়ায় পৌঁছালে শিশুটির মৃত্যু হয়।

পরে মরদেহ চমেক হাসপাতালের মর্গে পৌঁছে দেওয়া হয়।

রাকিবুল ইসলাম বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহালিয়া গ্রামের উত্তর পাড়ার সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল মান্নানের ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দেখে বড় ছেলে রবিউল ইসলাম মর্গে গিয়ে মরদেহ সনাক্ত করে।

শিশুর বাবা আব্দুল মান্নান বলেন, তিনদিন আগে রাকিবুল ঘর থেকে বের হয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। ট্রেনের ছাদ থেকে পরে মারা যাওয়ার খবর পেয়ে বড় ছেলে মর্গে গিয়ে মরদেহ সনাক্ত করে। বৃহস্পতিবার (০১ মে) বিকেলে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই শিশু পরে গিয়ে গুরুতর আহত হওয়ার খবর গেটম্যান আমাকে জানান। ধারণা করা হচ্ছে, শিশুটি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের ছাদে উঠেছিল।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর