শনিবার, ১০ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

শব্দ দূষণ প্রতিরোধে সাইকেল র‍্যালি চট্টগ্রামে

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯ বার পঠিত
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম ডেস্ক:-  শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের হলো চট্টগ্রামে। র‍্যালিতে ১০০ সাইক্লিস্ট অংশ নেন।

র‍্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা সাইকেলকে প্রচলিত যানবাহনের উৎকৃষ্ট বিকল্প হিসেবে তুলে ধরেন।

‘সবুজ পৃথিবী, নিরাপদ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মাধ্যমে প্রচলিত শব্দ নির্বাপক যানবাহনের উপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।

বুধবার (৩০ এপ্রিল) সকালে সিজেকেএস চত্বর থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারেড ময়দানে শেষ হয় র‌্যালিটি।

র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার আইইউএ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আকতার, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম, এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক জাহিদুল ইসলাম ও জয়নব রুমা।

মেয়র বলেন, এসপেরিয়ার এই উদ্যোগ আমাদের নগরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—শব্দদূষণ প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।

এসপেরিয়ার চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ বলেন, একটি স্বাস্থ্যকর সমাজ গঠনের জন্য শুধু চিকিৎসা নয়, শব্দদূষণ বিষয়ক সচেতনতা তৈরিও অত্যন্ত জরুরি। এ র‍্যালির মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর