শনিবার, ১০ মে ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

কর্ণফুলী নদীতে ভাসছিল কিশোর ক্রিকেটারের মরদেহ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১ বার পঠিত
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম ডেস্ক:- কর্ণফুলী নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে নগরের চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় মরদেহটি।

ওই কিশোরের নাম মো. রাহাত (১৪)। সে বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে এবং চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

রাহাত চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলতো।

চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার স্কুলে যাওয়ার পর আর ফেরেনি রাহাত।

স্কুল ছুটির পর তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছিল। বুধবার মরদেহটি উদ্ধার করা হয়েছে।

রাহাত কাদের সঙ্গে স্কুল থেকে বের হয়েছিল এবং কোথায় গিয়েছিল, এসব বিষয় তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর