বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় যৌথ অভিযানে অস্র-চোরাইমালসহ ৪জন আটক জাতীয় পরিচয়পত্র জাল করে জমি বিক্রির সময় প্রতারকদের হাতেনাতে ধরা হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন কুমিল্লার মুরাদ নগরে হিন্দু নারী’কে ধর্ষন,অভিযুক্ত বিএনপি নেতা,এলাকা জুড়ে আলোড়ন তেঁতুলিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন আহবায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহম্মেদ তৌসিফ সেনবাগের সেবারহাট বাজারে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাঁই, ৫০ লক্ষ টাকার ক্ষতি “ডেপুটি কো-অর্ডিনেটর”মনোনীত অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ক্লাব অ্যাসেম্বলি সু সম্পন্ন

মরিশাসে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৩ বার পঠিত
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:- মরিশাসে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জকি আহাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী।

হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী ই-পাসপোর্ট প্রকল্পের প্রযুক্তিগত দিক ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

হাইকমিশনার জকি আহাদ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন।

তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।

এতে আমাদের নাগরিকদের মর্যাদা যেমন বৃদ্ধি পাবে, তেমনি এই আধুনিক প্রযুক্তি নির্ভর পাসপোর্ট ব্যবস্থার কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দুইজন আবেদনকারীর হাতে ই-পাসপোর্টের ডেলিভারি স্লিপ হস্তান্তর করা হয়।

এখন থেকে মরিশাসে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

বহির্বিশ্বে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করার ক্ষেত্রে মরিশাসের বাংলাদেশ হাইকমিশন ৫৮তম মিশন হিসেবে যুক্ত হলো।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর