শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রোটারি ক্লাব অফ চিটাগং সিটির ২০২৫-২৬ রোটাবর্ষের কমিটি গঠন রুমায় সেনা অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃত্বে ফরহাদুল হাসান মোস্তফা- লায়ন সাজ্জাদ হোসাইন টিপু পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগ: বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি লোহাগাড়ায় অসামাজিক কাজে বাধা দেওয়ায় হয়রানির অভিযোগ সন্দ্বীপে ঠিকাদারকে অপহরণ, চাঁদা দাবি ও মারধর হাতিয়ায় যৌথ অভিযানে অস্র-চোরাইমালসহ ৪জন আটক জাতীয় পরিচয়পত্র জাল করে জমি বিক্রির সময় প্রতারকদের হাতেনাতে ধরা হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন

স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মি মুক্তির প্রস্তাব দিল হামাস

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৭ বার পঠিত
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- হাতে অস্ত্র থাকার বিষয়টি ফিলিস্তিনিদের অধিকার বলে মন্তব্য করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া। তিনি বলেন, এই অধিকার প্রতিরোধের মাধ্যমে আমরা আমাদের মানুষগুলোর প্রতিনিধিত্ব করি।

এটি এসেছে ইসরায়েলি আগ্রাসন, দখলদারিত্ব, অবরোধ ও হামলার বিরুদ্ধে কঠোর জবাব দিতে।

সম্প্রতি ইসরায়েলের দেওয়া সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে এ বক্তব্য দেন গাজার শীর্ষ এই সশস্ত্র সংগঠনের নেতা।

প্রস্তাবিত সমঝোতার মধ্যে ছিল অস্থায়ী যুদ্ধবিরতি ও উভয়পক্ষের বন্দিদের মুক্তি। তবে হামাস সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না ইসরায়েলি সেনারা গাজা থেকে পুরোপুরি সরে যাবে ও একটি স্থায়ী যুদ্ধবিরোতির চুক্তিতে সম্মত হবে, ততক্ষণ তারা কোনো প্রস্তাব মানবে না।

মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো জানিয়েছে, হামাস মনে করে ফিলিস্তিন ও আশপাশের দেশগুলোর ভূমিকে ইসরায়েল নিজেদের সামরিক দখল হিসেবে বিবেচনা করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্ডস এক বিবৃতিতে বলেন, গাজা, লেবানন ও সিরিয়ার কথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য আমাদের সেনা মোতায়েন থাকবে।

তার এই ঘোষণা হামাসের সঙ্গে শান্তি আলোচনা আরও কঠিন করে তুলেছে বলে বিশ্লেষকদের মতো।

ইতোমধ্যেই গত মাসে সমঝোতা লঙ্ঘন করে ইসরায়েল গাজায় পুনরায় তীব্র হামলা শুরু করে। এই হামলার জন্য তারা হামাসকে দায়ী করেছে। হামলার পরপরই গাজার প্রায় অর্ধেক এলাকা দখলে নেয় ইসরায়েলি বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী কার্ডস জানান, ইসরায়েলি বাহিনী দখল করা অঞ্চল থেকে আর সরে যাবে না।

ইসরায়েলের নেতারা ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটিকে দোষারোপ করে বলছে, হামাসই শান্তি চায় না, তারা অশান্তির পথ বেছে নিয়েছে। তাদের জন্য শীঘ্রই নরকের দরজা খুলে দেওয়া উচিত। এর জবাবে হামাস জানিয়েছে, তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সব বন্দিকে মুক্তি দিতে চায়।

তবে হামাসের এ দাবিগুলো ইসরায়েলের তথাকথিত একতরফা শান্তি প্রস্তাবে আটকে আছে। ইউরোপীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজার হাসপাতালগুলোয় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি বলেন, গাজার মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয়। তিনি মনে করেন, কেবলমাত্র একটি স্থায়ী যুদ্ধবিরোতির মাধ্যমেই অবশিষ্ট বন্দিদের মুক্তি সম্ভব।

এদিকে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, ইসরায়েলি সামরিক অভিযান ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে গাজাকে কার্যত একটি ‘কবরস্থানে’ পরিণত করা হয়েছে। সংস্থাটি জানায়, গত মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল, যার ফলে লাখো মানুষ চরম বিপদের মুখে পড়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর