রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার দায়ে স্বামী গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৪ বার পঠিত
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:- শরীয়তপুরের গোসাইরহাটে দীপ্তি গোলদার নামে এক নারীকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে তার স্বামী পরিতোষ গাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার গোসাইরহাট উপজেলার ধীপুর গ্রামের ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে আত্মহননকারী দিপ্তীর বড় ভাই বাদী হয়ে পরিতোষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গোসাইরহাট থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃত পরিতোষ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার শ্রীফলবাড়ি গ্রামের মৃত ঠাকুর চাঁদ গাইনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার রাজৈর থানার কদমবাড়ি গ্রামের ধন্য গোলদারের মেয়ে দীপ্তি ৫ থেকে ৬ বছর ধরে একটি এনজিওতে চাকরি করে আসছেন।

এক বছর দুই মাস আগে পরিতোষের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় দিপ্তীর। স্ত্রী গোসাইরহাট শাখায় কর্মরত থাকায় স্থানীয় শামীম হাওলাদারের বাড়িতে ভাড়া থাকতেন তারা।

মামলায় আরও উল্লেখ করা হয়, দিপ্তীর স্বামী পরিতোষ গত বছরের জুন মাসে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মাদারগঞ্জ গ্রামের রিতা ওঝা নামে অন্য এক তরুণীকে বিয়ে করেন। ঘটনার দিন বুধবার রাত দেড়টার দিকে স্বামী পরিতোষের সঙ্গে এ নিয়ে বাগবিতণ্ডা হয় দিপ্তীর। এ সময় পরিতোষ শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেন দিপ্তীকে। পরে অত্যাচার সইতে না পেরে রুমে গিয়ে দরজা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দিপ্তী। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দিপ্তীর রুমের দরজা বন্ধ দেখেন পরিতোষ। এ সময় দরজা ধাক্কা দিতে থাকেন তিনি। পরে মোবাইলে কল দিয়েও যোগাযোগ করতে না পেরে জানালা দিয়ে দেখেন গ্রিলের সঙ্গে ঝুলে আছেন দীপ্তি।

পরে স্থানীয়দের সহযোগিতায় গোসাইরহাট থানায় খবর দিলে পুলিশ এসে দিপ্তীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠান। পরে ওই রাতেই দিপ্তির বড় ভাই বাদী হয়ে পরিতোষকে আসামি করে গোসাইরহাট থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন। শুক্রবার পরিতোষকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা নেওয়া হয়েছে। এ মামলায় গ্রেপ্তারকৃত পরিতোষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর