সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

কয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এমবাপ্পে?

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৬৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:- আলাভেসের বিপক্ষে গতকাল ১-০ ব্যবধানের কস্টার্জিত জয় পায় রিয়াল মাদ্রিদ। এই জয়ে অবশ্য খুব ভালো কিছু বয়ে আনতে পারেনি তাদের জন্য।

তবে হতাশা পেতে হয়েছে ঠিকই। ম্যাচের ৩৮তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে বাজে ট্যাকেল করে লাল কার্ড দেখেছেন কিলিয়ান এমবাপ্পে।

ট্যাকেলের পর শুরুতে সরাসরি হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।

লাল কার্ড দেখেন এমবাপ্পে। ম্যাচ শেষে জানা যায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন ফরাসি এই তারকা।

কারণ লা লিগার শৃঙ্খলাবিধির ১৩০ নম্বর ধারা বলছে, বলের জন্য লড়াই চলাকালীন সংঘটিত সহিংসতার ক্ষেত্রে (যদি কোনো চোট না লাগে) এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।

কিন্তু এমবাপ্পের ট্যাকলটি খুব বেশি ঝুঁকিপূর্ণ না থাকায় এক ম্যাচের নিষেধাজ্ঞাই পেতে চলেছেন বলে জানায় স্প্যানিশ গণমাধ্যম মার্কা। যদিও বিষয়টি নিশ্চিত নয়। এক্ষেত্রে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলে আগামী ২০ এপ্রিল অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এবং ২৩ এপ্রিল গেতাফের বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি।

আর যদি তিন বা তার অধিক ম্যাচ নিষেধাজ্ঞা পান। তবে আগামী ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে খেলতে বাধা পেতে পারেন এমবাপ্পে। তবে এখনই বলা যাচ্ছে না। আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসলেই বলা যাবে কি হতে যাচ্ছে ফরাসি এই তারকার সঙ্গে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর