শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২১ বার পঠিত
আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- ব্রিটেনের লেবার পার্টির দুই এমপি আবতিসাম মোহাম্মদ ও ইউয়ান ইয়াংকে ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তারা এখন লন্ডনে ফিরে গেছেন।

তারা ফিলিস্তিনের পশ্চিম তীর পরিদর্শন করতে চেয়েছিলেন। খবর আল জাজিরার।

এক যৌথ বিবৃতিতে মোহামেদ ও ইয়াং বলেন, অধিকৃত পশ্চিম তীর পরিদর্শনের জন্য আমাদের অর্থাৎ ব্রিটিশ এমপিদের প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ যে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে, তাতে আমরা বিস্মিত।

ইসরায়েলে ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে সফরে যাচ্ছিলেন ওই দুই এমপি।

তবে তাদের সীমান্তেই আটকে দেওয়া হয়।

যুক্তরাজ্যে থাকা ইসরায়েলি দূতাবাস জানায়, তারা ইসরায়েলবিরোধী কর্মকাণ্ড উসকে দিতে পারেন—এই আশঙ্কায় তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

তারা বলেন, সংসদ সদস্যদের যেন হাউস অব কমন্সে নিঃসঙ্কোচে সত্য কথা বলার সুযোগ থাকে—এমন নয় যে, সত্য বললেই তাদের টার্গেট করা হবে।

 

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর