শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

বরকত উল্লাহ বুলু অসুস্থ হয়ে কুমিল্লায় হাসপাতালে ভর্তি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৬ বার পঠিত
আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ

রাজনীতি ডেস্ক:- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অসুস্থ হয়ে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর- রশিদ ইয়াছিনসহ স্থানীয় নেতারা।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লার হাসপাতালে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

বর্তমানে সিসিইউতে আছেন। ঢাকায় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকা যাত্রা করেন তিনি। কুমিল্লার লাকসাম আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর