জাতীয় ডেস্ক:- নওগাঁর পোরশা উপজেলায় নিজ বাড়ি থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মাহমুদুল্লাহ শাহ (৪৫) এবং তার বোন রেজিয়া (৫২)। তারা ওই গ্রামের মৃত ভোলা শাহের ছেলেমেয়ে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই বাড়িতে দুই
ভাইবোন বসবাস করতেন। স্থানীয়রা রোববার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ বাড়ির ভেতরে ঢুকে দুজনের মরদেহ পায়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাদের মৃত্যু হয়েছে।
তবে মরদেহ উদ্ধারের সময় তাদের মৃত্যুর কারণ হিসেবে তেমন কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান ওসি।
তিনি আরও জানান, তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।