মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন কুমিল্লার মুরাদ নগরে হিন্দু নারী’কে ধর্ষন,অভিযুক্ত বিএনপি নেতা,এলাকা জুড়ে আলোড়ন তেঁতুলিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন আহবায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহম্মেদ তৌসিফ সেনবাগের সেবারহাট বাজারে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাঁই, ৫০ লক্ষ টাকার ক্ষতি “ডেপুটি কো-অর্ডিনেটর”মনোনীত অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ক্লাব অ্যাসেম্বলি সু সম্পন্ন এবার হলিউডের সিনেমায় শাকিব খান এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা ইসরাইল

জাগপা’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫১ বার পঠিত
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ

রাজনীতি ডেস্ক:- জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী রোববার (৬ এপ্রিল)। ১৯৮০ সালের এদিনে ঢাকার রমনা গ্রিনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে শফিউল আলম প্রধান জাগপার আহ্বায়ক কমিটি ও মূল-নীতিমালা ঘোষণা করেছিলেন।

‘জাতীয় স্বাধীনতা আমাদের অঙ্গীকার’ ‘ধর্মীয় স্বাধীনতা আমাদের বিশ্বাস, ‘জনগণের গণতন্ত্র আমাদের রাজনীতি’ এবং ‘স্বয়ং সম্পূর্ণ গণ-প্রতিরক্ষা ও ইনসাফ ভিত্তিক স্বনির্ভর স্বদেশ আমাদের অর্থনীতি’ এই চারটি ঘোষণা নিয়ে যাত্রা শুরু করেছিল জাগপা। ২০০৮ সালে জাগপা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে।

১৯৮০ সালের ৬ এপ্রিল থেকে ২০১৭ সালের ২১ মে পর্যন্ত জাগপা সভাপতির দায়িত্ব পালন করেন শফিউল আলম প্রধান। ২১ মে ২০১৭ শফিউল আলম প্রধানের মৃত্যুর পর দলের সভাপতির দায়িত্ব নেন অধ্যাপিকা রেহানা প্রধান।

২২ অক্টোবর ২০১৯ অধ্যাপিকা রেহানা প্রধান ইন্তেকাল করলে দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বর্তমান সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। দলের বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।

জাগপা ২০১৮ সালে জাতীয় নির্বাচনে চারটি আসনে অংশগ্রহণ করেছিল।

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাগপা ৬ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় সমাবেশ করবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ৭১’র মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদ এবং ২৪’র জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ভারতীয় আগ্রাসনমুক্ত এবারের জাগপার প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ভিন্ন আনন্দ দেয়। কারণ আওয়ামী লীগের বিগত ১৫ বছরের দুর্নীতি, গুম-খুন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে পতিত স্বৈরাচার ২০২১ সালের ১ লা ফেব্রুয়ারি জাগপার নিবন্ধন স্থগিত করে দেয়।

চলতি বছরের ১৯ মার্চ আদালতের রায়ে জাগপা দলীয় নিবন্ধন ফেরত পেয়েছে। আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ বার্তা আমরা দেশবাসীকে উৎস্বর্গ করছি। জাগপার সংগ্রাম দেশ ও জনগণের জন্য মুক্তির পথ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর