রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার সিলেটে গণঅভ্যুত্থানের ৪ শহীদের কবর জিয়ারত করলেন নবাগত ডিসি ৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

নিভল ট্রেনের আগুন, আড়াই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩৩ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেড়টা দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। এক পর্যায়ে বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের জেনারেটরের বগিতে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ট্রেনটি থামানো হয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের আগুন নিভায়।

এসময় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটির সরিয়ে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাদির-উজ-জামান জানান, চলন্ত ট্রেনে আগুন লাগলে ট্রেনটির থামানো হয়। এ সময় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। পরে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিস এর ওয়ার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ জানান, চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রেনের আগুন পুরোপুরিভাবে নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের জেনারেটার অতিরিক্ত হিট হওয়ায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর