বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ডিয়াবড়ি আর্মি ক্যাম্পে চাঁদাবাজ মিলন সহ তার সহযোগীরা আটক মাটিরাঙ্গায় মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা চসিক ৯ ও ১০ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা আনোয়ারায় দীর্ঘদিন যাবৎ বর্ষায় কাঁদা বন্দী জীবন যাপন বেরোবি ক্যাম্পাস রেডিও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব পি আর পদ্ধতি নিয়ে ক্ষমতার লোভ না করে জনপ্রিয়তা যাচাই করুন,সাবেক চীফ হুইপ ফারক রোটারি ক্লাব অফ চিটাগং সিটির ২০২৫-২৬ রোটাবর্ষের কমিটি গঠন রুমায় সেনা অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃত্বে ফরহাদুল হাসান মোস্তফা- লায়ন সাজ্জাদ হোসাইন টিপু পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগ: বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

মো. ফাহাদের ঈদের নাটক ‘জ্বালাও প্রেমের বাত্তি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:- নাট্যকার ফরিদুল ইসলাম রুবেলের রচনা এবং মো. ফাহাদের পরিচালনায় নির্মাণ হলো ঈদের বিশেষ নাটক ‘জ্বালাও প্রেমের বাত্তি’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা আ খ ম হাসান ও মৌসুমী হামিদ।

নাটকের গল্পে দেখা যায়, বীরতুল গ্রামের বাসিন্দা শাহরুখ খান পেশায় একজন দক্ষ ইলেকট্রিশিয়ান। গ্রামের কোনো বাড়িতে বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হলে সর্ব প্রথম শাহরুখ খানের ডাক আসে।

শাহরুখ খান ভালোবাসে গ্রামের মেয়ে কাজলকে। সারাদিন কাজে থাকার কারণে রাত হলেই কাজলকে দেখতে মন চায় তার।

কিন্তু রাতের বেলায় কাজল বাড়িতে গেলে তার পরিবারের কেউ দেখে ফেললে আর রক্ষা নেই। কীভাবে কী করবে কোনো কিছু ভেবে পায় না।

কথায় আছে ‘প্রেম মানে না শাসন-বারণ’।

গ্রামবাসি অতিষ্ট হয়ে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এর রহস্য বের করবে, যেই কথা সেই কাজ। সন্ধ্যা হতেই সবাই পাহারা দেওয়া আরম্ভ করে। দেখা যায় সুরুজ ট্রান্সফরমার থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতেই মুহূর্তের মধ্যে গ্রাম অন্ধকারে ডেকে যায়। শাহরুখ খান পালোয়ানের মতো কাজলর সঙ্গে দেখা করতে যায়, সেখানে গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল বলেন, আমি সব সময় চেষ্টা করি দর্শককে নতুন কিছু না কিছু দিতে। প্রেমের বাত্তি কি আদৌতে জ্বালাতে পারবেন কিনা, সেইটা দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

পরিচালক মো. ফাহাদ বলেন, প্রেম করতে গিয়ে যদি বাধাগ্রস্থ হয়, তখন অনিচ্ছাকৃত হলেও তা ভালো লাগবে না কারও। নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রামের বিদ্যুত লাইনও কেটে দেয় আ খ ম হাসান। প্রেমের জন্য জীবনে কত কিছুই না করে সে। কিন্তু সে প্রেম কি টিকে? সেই রহস্য নিয়েই নাটকটি নির্মাণ করেছি।

আ খ ম হাসান ও মৌসুমী হামিদ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রাজু, রেশমা আহমেদ, জামাল রাজা, জুলফিকার চঞ্চল, ফরিদ হোসাইন, ঋকি প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর