শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লায় অগ্রণী ব্যাংক ভবনে আগুন, হুড়োহুড়িতে ৫ শিক্ষার্থী আহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৬ বার পঠিত
আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:– কুমিল্লা নগরের অশোকতলার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে ৯ তলা ভবনের নিচতলায় তলায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবন থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ভবনের প্রথম তলায় ‘স্বপ্ন’ চেইন শপের শোরুম, দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় তলায় একটি কোচিং সেন্টার রয়েছে।

অশোকতলা এলাকার বাসিন্দা আসিফ ইকবাল জানান, বিকেলে যখন আগুনের সূত্রপাত হয়, তখন দলে দলে লোকজন ভিডিও করছিল।

কেউ লাইভ করছিল। ভিড় ঠেলে দমকল কর্মীরা এগিয়ে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

ভবনের দ্বিতীয় তলার অগ্রণী ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ বলেন, প্রচণ্ড ধোঁয়ায় ব্যাংকের এসিগুলো গলে গিয়েছে। এখনি ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

ভবনের প্রথম তলায় স্বপ্নের এরিয়া ম্যানেজার এয়ার হোসেন জানান, আন্ডারগ্রাউন্ডে আগুন লেগেছে। ধোয়া প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। ওপরে একটি কোচিং সেন্টার আছে । হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফ আহমেদ কবির বলেন, তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। নয়তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড ধোঁয়ায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন। আমরা তাদেরকে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর