শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে সহজে হারাল নিউজিল্যান্ড

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:- গত ম্যাচে ছন্দ হারানো পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিছুটা লড়েছে। তবে নিউজিল্যান্ডের সাথে পেরে ওঠেনি ঠিকঠাক।

বৃষ্টির কারণে অবশ্য কেটে দেওয়া হয় ওভারও। তবে দারুণ শুরুর পর জয় সহজ হয়ে যায় স্বাগতিকদের জন্য।

২-০ ব্যবধানে সিরিজেও এগিয়ে গেল তারা।

ডুনেডিনে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

বৃষ্টির কারণে ৫ ওভার কমিয়ে ১৫ ওভারে আনা হয় ম্যাচ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে পাকিস্তান।

যা তাড়ায় নেমে ১১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় কিউইরা।

প্রথম ওভারে হাসান নওয়াজকে হারিয়ে শুরু হয় পাকিস্তানের ইনিংস। আরেক ওপেনার মোহাম্মদ হারিসের ব্যাট থেকে আসে স্রেফ ১১ রান। তিনে নেমে লড়েন সালমান আগা। তবে বাকিরা ব্যর্থ হন। দ্রুত উইকেট হারান ইরফান খান ও খুশদিল শাহ। দশম ওভারে সালমান বিদায় নিলে আশা হারায় পাকিস্তান। ২৮ বলে ৪৬ রান করে ফেরেন পাক ব্যাটার।

ছয়ে নামা শাদাব খান করেন ২৬ রান। আর শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ১৪ বলে ২২ রানের ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। স্বাগতিকদের হয়ে দুটি করে উইকেট নেন জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, জিমি নিশাম ও ইশ সোধি।

রান তাড়ায় নেমে শুরুটা দারুণ করেন দুই কিউই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৬৬ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন। পঞ্চম ওভারে মোহাম্মদ আলি এসে এই জুটি ভাঙেন। ২২ রানে ৪৫ রান করে ফেরেন সেইফার্ট। এক ওভার পরে উইকেট হারান ফিন অ্যালেনও। ১৬ বলে ৩৮ রান করেন তিনি।

এরপর দ্রুত উইকেট হারন মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল ও জিমি নিশাম। শেষদিকে জয়ের কাজটা সম্পন্ন করেন মিচেল হায়। ১৬ বলে ২১ রানে অপরাজিত থাকেন তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর