শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চসিক ৯ ও ১০ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা আনোয়ারায় দীর্ঘদিন যাবৎ বর্ষায় কাঁদা বন্দী জীবন যাপন বেরোবি ক্যাম্পাস রেডিও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব পি আর পদ্ধতি নিয়ে ক্ষমতার লোভ না করে জনপ্রিয়তা যাচাই করুন,সাবেক চীফ হুইপ ফারক রোটারি ক্লাব অফ চিটাগং সিটির ২০২৫-২৬ রোটাবর্ষের কমিটি গঠন রুমায় সেনা অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃত্বে ফরহাদুল হাসান মোস্তফা- লায়ন সাজ্জাদ হোসাইন টিপু পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগ: বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি লোহাগাড়ায় অসামাজিক কাজে বাধা দেওয়ায় হয়রানির অভিযোগ সন্দ্বীপে ঠিকাদারকে অপহরণ, চাঁদা দাবি ও মারধর

দেশে ফিরে রোমাঞ্চিত হামজা বললেন, আমরা ভারতকে হারাতে পারব

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০৪ বার পঠিত
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:- এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ২৫ মার্চ সেই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতকে হারানো সম্ভব বলে জানিয়েছেন তিনি।

আজ ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন সিলেটের ছেলে হামজা।

বিমানবন্দরে নেমে খুব অল্প সময়ের জন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, দেশে ফিরে আনন্দিত তিনি।

হামজা বলেন, ‘দেশে ফিরে ভালো লাগছে, আমি খুব রোমাঞ্চিত। আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ।

বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরার সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে হামজা চৌধুরীর। আগামীকাল বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। মাঠে নামার অপেক্ষায় থাকা এই মিডফিল্ডার বললেন, কোচের পরিকল্পনা মতো খেলতে পারলে ভারতকে হারানো সম্ভব। তিনি বলেন, ‘কোচ কাবরেরার সঙ্গে আমার কথা হয়েছে। (ভারতের বিপক্ষে) ইনশাল্লাহ আমরা জিতব। বাংলাদেশকে নিয়ে কোচ হাভিয়েরের সঙ্গে বড় স্বপ্ন আছে আমার। ইনশাল্লাহ আমরা জিতে উন্নতি করতে পারব। ‘

হামজা পরিবারসহ সিলেট এয়ারপোর্টে নামেন বেলা ১১টা ৩৫ মিনিটে। সেখানে বাফুফের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। বিমানবন্দরের ভেতরের আনুষ্ঠানিকতা শেষে হামজা ভিআইপি গেট দিয়ে বের হলেন তখন ঘড়ির কাঁটায় সময় দুপুর ১২টা ৩৪ মিনিট।

হামজাকে দেখার পরপরই ভক্তদের ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা, হামজা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এয়ারপোর্ট প্রাঙ্গণ। লাল-সবুজ ফ্লেয়ার স্মোক উড়িয়ে এই তারকা ফুটবলারকে বরণ করে নেয় সমর্থকরা। তাদের সঙ্গে একঝলক দেখা করে আবারও বেবি টার্মিনালের ভেতর ঢোকেন হামজা। ভিড় ঠেলে পরিবার নিয়ে বের হওয়ার অবস্থা ছিল না এয়ারপোর্টের বাইরে।

এর আগে বাংলাদেশ সময় রাত দু’টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সিলেটর উদ্দেশ্যে রওনা হন হামজা। এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা।

সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

এরপর আগামীকাল রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকায় যাবেন হামজা। এরপর বাফুফের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর