সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার সিলেটে গণঅভ্যুত্থানের ৪ শহীদের কবর জিয়ারত করলেন নবাগত ডিসি ৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

রাজশাহীতে মাঝরাতে আগুনে পুড়েছে ১২টি সবজির দোকান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৫ বার পঠিত
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- রাজশাহী নিউমার্কেট কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি সবজির দোকান পুড়ে গেছে। ঘটনার পর আগুন নেভাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক ফায়ার সার্ভিস কর্মী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

শনিবার (১৫ মার্চ) রাত ১টার দিকে মহানগরীর ষষ্ঠীতলা এলাকায় থাকা নিউমার্কেটের পেছনের অংশের কাঁচাবাজারে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই বাজারে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় নিউমার্কেট কাঁচাবাজারের আশপাশের আবাসিক ভবনে থাকা মানুষজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ ভয়ে গভীর রাতে রাস্তায় নেমে আসেন।

এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের পরপর সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিউমার্কেট কাঁচাবাজারের মোট ১২টি দোকান পুড়ে যায়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক (এডি) দিদারুল আলম জানান, শনিবার রাত ১টার দিকে নিউমার্কেটের পেছনের অংশে থাকা কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর ডাম্পিংয়ের কাজ শেষ করা হয়। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আর কোনো ব্যক্তি হতাহত হননি।

তিনি আরও জানান, কাঁচাবাজারের ভেতরের অংশে আগুন লাগায় নিউমার্কেটের মূল অংশের কোনো দোকানেই ক্ষয়ক্ষতি হয়নি। আর আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ৩ লাখ টাকা হতে পরে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর