হাতিয়া উপজেলা (নোয়াখালী):নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে ফকিরা চোরা (৪০) নামে এক দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত দুষ্কৃতকারী নলচিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি একাধিক মামলার আসামী। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল বিকেলে এক গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশন এবং পুলিশের সমন্বয়ে উপজেলার নলচিরা দফাদার গ্রামে একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ফকিরা চোরা নামের এই দুষ্কৃতিকারীকে আটক করা হয় বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া দপ্তর। আটককৃত ব্যক্তি নলচিরা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মো: নুর ইসলামের ছেলে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।