শনিবার, ১০ মে ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

হাতিয়ায় ইভটিজিং ও ধর্ষণ বিরোধী মানববন্ধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৫ বার পঠিত
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ

হাতিয়া উপজেলা (নোয়াখালী): “রুখতে হবে ধর্ষণ ’শুরু হোক গর্জন” সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে হাতিয়ায় ইভটিজিং ও ধর্ষণ বিরোধী প্রতিবাদী র‍্যালি এবং মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

হাতিয়া উপজেলা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বুধবার বেলা ১১টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে খুন, ধর্ষণ- নিপীড়ন/রুখে দাড়াও জনগন,অভিলম্বে ধর্ষকদের/ বিচার করো- করতে হবে,ধর্ষকেরা ধর্ষণ করে/ প্রশাসন কি করে, আমি কে তুমি কে/আছিয়া আছিয়া,স্লোগান দেয়।

পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে  দ্বীপ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেণীর শিক্ষার্থী মুনিয়া আরা তাসফিয়া,রহমানিয়া কামিল মাদ্রাসার ১০ শ্রেণীর ছাত্র মেহেদী হাসান রকি, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ইসমাইল হোসেন তৌকিসহ অন্যান্যরা। বক্তারা বলেন- নারী ও শিশু ধর্ষণে অভিযুক্তদের  শুধু গ্রেফতার নয়, দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিছিলে অংশ নেন হাতিয়াদ্বীপ সরকারী কলেজ, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়,

রেহানিয়া উচ্চবিদ্যালয়, এ এম উচ্চ বিদ্যালয়, চরকৈলাস হাদিয়া মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসার সাধারণ ছাত্র ছাত্রীরা।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর