রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রোটারি ক্লাব অফ চিটাগং সিটির ২০২৫-২৬ রোটাবর্ষের কমিটি গঠন রুমায় সেনা অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃত্বে ফরহাদুল হাসান মোস্তফা- লায়ন সাজ্জাদ হোসাইন টিপু পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগ: বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি লোহাগাড়ায় অসামাজিক কাজে বাধা দেওয়ায় হয়রানির অভিযোগ সন্দ্বীপে ঠিকাদারকে অপহরণ, চাঁদা দাবি ও মারধর হাতিয়ায় যৌথ অভিযানে অস্র-চোরাইমালসহ ৪জন আটক জাতীয় পরিচয়পত্র জাল করে জমি বিক্রির সময় প্রতারকদের হাতেনাতে ধরা হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন

হাবীবুল্লাহ বাহারের উপাধ্যক্ষকে হত্যা, ফরিদপুর থেকে অভিযুক্ত দম্পতি গ্রেপ্তার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮২ বার পঠিত
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:- রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়া (৫০) হত্যার ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা বর্তমানে থানায় রয়েছেন। গ্রেপ্তাররা হলেন- রুপা ও নাজিম।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

তিনি বলেন, উত্তরখান থানার পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া।

ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রুপা ও নাজিম দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

হত্যার পর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো শুরু হয়। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি। নিহত সাইফুর রহমানের সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল, কী কারণে তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে, সোমবার উত্তরখানের ফ্ল্যাটে উপাধ্যক্ষকে কোপানো হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি মারা যান,

এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মঙ্গলবার তার ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে নিহত সাইফুর রহমানের ভাই মুজাহিদুর রহমান ভুঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় একটি দায়ের করেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে উত্তরখান থানা পুলিশ।

তখন ওসি মো. জিয়াউর রহমান জানান, সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমে আটকে রাখা হয়। একপর্যায়ে তিনি বাথরুম থেকে বেরিয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। আশপাশের লোকজন তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি বলেন, দুই সন্তান নিয়ে শান্তিনগর পীর সাহেবের এলাকায় একটি বাসায় থাকেন সাইফুরের স্ত্রী। তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এতে উপাধ্যক্ষ সাইফুর রহমান উত্তরখানে একা থাকা শুরু করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর