শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও প্রথমবার জাতীয় পুরুষ দলের ম্যাচে নারী আম্পায়ার

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিকসহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩২ বার পঠিত
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ

সাগর চক্রবর্তী কমল,খাগড়াছড়ির : বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী মানবিক সহায়তা প্রদান করে আসছে তারই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কর্তৃক দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (৯মাচর্) সকাল ১০টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জোনের আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ সময়, আগুনে পুড়ে যাওয়া ১টি পাহাড়ি পরিবারের জন্য সম্প্রীতি নিবাস ঘর নির্মাণ, কবুতরছড়া দারুল আকরাম নূরানী মাদ্রাসার জন্য ১টি ঘর নির্মাণ, সড়ক দূর্ঘটনায় আহত ১ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ১ জন পাহাড়ি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ১টি অস্বচ্ছল পরিবারকে সেলাই মেশিন, ২‘শটি পরিবারের মাঝে কম্বল বিতরণ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ২‘শটি পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: এন এম ইমতিয়াজ চৌধুরী ৫‘শ ১৫ জন পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি কর্তৃক মো: শরিফ উদ্দিন, গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মাটিরাঙ্গার জোন কমান্ডার লে: কর্ণেল কৌশিক জাহান, পিএসসি, জি, পার্বত্য জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা, অপর সদস্য জয়া ত্রিপুরা এসময় উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক লে: কর্ণেল কৌশিক জাহান, পিএসসি, জি, উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।

সর্বোপরি আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর